উত্তর: এই সাইটে আইডিয়া দেবার মৌলিক সেবাটি সবসময় ফ্রি থাকবে। ফ্রি আইডিয়া নেবার পরও, যদি কেউ ব্যবসাটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান কিংবা শুরু করার সাহস না পান তবে লাকীআইডিয়াবিডি.কম সে ব্যাপারে কনসালটেন্সি করতে পারে। এছাড়া লাকীআইডিয়াবিডি.কম বিজ্ঞাপন প্রচার করে আয় করবে।
২. আমি কি করে পছন্দের আইডিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো?এখানে প্রতিটি ক্যাটাগরির অধীনে কিছু সাবক্যাটাগরি আছে। এবং সাবক্যাটাগরি অধীনে আইডিয়াগুলোকে উপস্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি পৃষ্ঠাতে সার্চের মাধ্যমেও যে কেউ তার পছন্দের আইডিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন।
৩. আইডিয়া বাস্তবায়নে আমি কি করে লাকীআইডিয়াবিডি‘র সহযোগীতা পেতে পারি?কোন আইডিয়ার জন্য সহযোগীতা চান আমাদের যোগাযোগ পৃষ্ঠায়।
৪. আমি কি করে আমার আইডিয়াটা লাকীআইডিয়াবিডি.কম’কে পাঠাবো?শুরুতে আপনার প্রয়োজনীয় তথ্য জানিয়ে ”আপনার আইডিয়া” পৃষ্ঠায় গিয়ে রেজিষ্ট্রেশন করুন। নিদৃষ্ট বক্সে আইডিয়ার নাম ও প্রয়োজনীয় তথ্য লিখুন। সাবমিট করুন।
৫. আমি লাকীআইডিয়াবিডি.কম’এ কি করে সাইন আপ করবো?লাকীআইডিয়াবিডি.কম সাইন আপ খুবই সহজ এবং ফ্রি। সাইন আপ পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য জানিয়ে জমা দিন। ব্যস স্বয়ংক্রিয় ভাবেই আপনার এ্যাকাউন্ট তৈরী হয়ে যাবে। এক্যাউন্ট তৈরী হলে কিভাবে তা সক্রিয় করবেন তার নির্দেশনা পাবেন আপনার মেইলে।
৬. আমার একাউন্টে সাইন ইন করতে পারছিনা কেন?সাইটের ওপরদিকে মেনুতে ”সাইন ইন” লিঙ্কে ক্লিক করুন। আপনি সাইন ইন পৃষ্ঠাতে প্রবেশ করে ইমেইল ও পাসওয়ার্ড দিন। সাবমিট করুন।
৬. আমার একাউন্টে সাইন আউট করতে পারছিনা কেন?সাইন ইন করার পরে সাইটের ওপরদিকে মেনুতে ”সাইন আউট” লিঙ্কে ক্লিক করুন। সাইন আউট করতে সাইন আউট লিঙ্কে ক্লিক করুন।
৭. এই মাসের সেরা আইডিয়া দাতা কে?আপনাদের পাঠানো আইডিয়া থেকে আমরা প্রতি মাসে একজন করে শ্রেষ্ঠ আইডিয়া দাতাকে পুরষ্কৃত করবো। সেরা আইডিয়া দাতা নির্বাচনের সকল ক্ষমতা লাকীআইডিয়াবিডি.কম কর্তৃপক্ষের সংরক্ষিত।
৮. লাকী আইডিয়াবিডির সাথে কিভাবে যোগাযোগ করবো?আমাদের যোগাযোগ পৃষ্ঠাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন