সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | অল্প পুঁজিতে অধিক লাভজনক ব্যবসা এটি এবং ঝুঁকিহীন। এর চাহিদাও রয়েছে সব সময়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | আর্ট পেপার, সুইডেন পেপার, অ্যামবোস পেপার ও সলিড বোর্ড, জরি, সুতা, পুঁতি, কাঁচি। |
|||
প্রস্তুত প্রণালি: | লোকসমাগম ও যোগাযোগ-ব্যবস্থা ভালো, এমন স্থানে এই ব্যবসা ভালো চলবে। কার্ডগুলো সাধারণত আর্ট পেপার, সুইডেন পেপার, অ্যামবোস পেপার ও সলিড বোর্ডে ভালো হয়ে থাকে। এ ছাড়া কাটিং কার্ড আর্টিজ কার্ড, সলিট আর্ট, চায়না কার্ড ইত্যাদি কার্ডও হয়। সাইজমতো কার্ড কেটে নিয়ে ভোক্তার চাহিদা অনুযায়ী জরি, সুতা, পুঁতি দিয়ে কার্ড তৈরি করতে হয়। ছাপানো অক্ষরের জন্য প্রেস থেকে একবারে অনেকগুলো ছাপিয়ে আনা যায়। এতে খরচ কম হবে। |
|||
বাজারজাতকরণ: | ছোট বাচ্চা, শৌখিন মানুষরা ছাড়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকরাই এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | এ ব্যবসা করতে বিশেষ কোনো যোগ্যতা লাগবে না। তবে সৃজনশীলদের জন্য এ ব্যবসা ভালো। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন