সম্ভাব্য লাভ: | মাসে ১৫ থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
---|---|---|---|---|
প্রয়োজনীয় উপকরণ: | কম্পিউটার, লেজার ও কালার প্রিন্টার, স্ক্যানার। |
|||
প্রস্তুত প্রণালি: | ভিজিটিং কার্ডের চাহিদা এখন সর্বত্র। যোগাযোগ করার, বিশেষ করে ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছে এই কার্ডের আবেদন এখন শিল্পে পরিণত হয়েছে। খুব অল্প পরিসরে ব্যক্তির নাম, পদবি, প্রতিষ্ঠান, ঠিকানা, যোগাযোগের জন্য ফোন নম্বর, ই-মেইল আইডিসহ প্রায় সব তথ্য একটি কাগজে রাখা যায় বলে এর চাহিদা প্রতিদিনই বাড়ছে। গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করেই ডিজাইন করা এবং প্রিন্ট করা নির্ভর করে। কম্পিউটারে চাহিদামতো ডিজাইন করে নিয়ে ট্রেসিং পেপারে বসিয়ে প্রিন্ট করলেই তৈরি হলো ভিজিটিং কার্ড। সাইজমতো কেটে গ্রাহকের কাছে সরবরাহ করা হয়। মানি রিসিট এবং প্যাড তৈরির প্রক্রিয়াও একই। |
|||
বাজারজাতকরণ: | সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ছাড়াও স্বাধীন ব্যবসায়ীরা এর ভোক্তা। মার্কেটিং করার জন্য দুজন লোক রেখে নিলে এ ব্যবসায় ভালো করা যাবে, যারা বিভিন্ন করপোরেট হাউসে গিয়ে কাজের অর্ডার নিয়ে আসবে। |
|||
যোগ্যতা: | সৃজনশীল হওয়া দরকার। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা থাকলে ভালো হয়। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন