সম্ভাব্য পুঁজি: | ৪০০০০০০ টাকা থেকে ৫০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৩ থেকে ৫ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | বাজারের ফার্ণেস অয়েলের তুলনায় টায়ারের অয়েলের উৎপাদন খরচ অনেক কম। তাই এ তেলে লাভ অনেক বেশি থাকবে। এ ধরনের একটি কারখানা থেকে দৈনিক গড়ে ৩-৪শ’ লিটার জ্বালনি তেল উৎপাদন সম্ভব। অব্যবহৃত পুরাতন টায়ার গলিয়ে তৈরি হচ্ছে ফার্ণেস অয়েল যা কলকারখানা, যানবাহন ও অ্যালুমিনিয়াম কারখানায় ব্যবহার করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | পুরনো ও বাতিল টায়ার, যন্ত্রপাতি। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমেই কারখানার জন্য জমি নির্বাচন করতে হবে। ২-৩ বিঘার একটি জায়গা লাগবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে কারখানার কাজ শুরু করতে হবে। বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে পরিবেশ দূষণমুক্ত বিশেষ চুল্লি¬ লাগবে। কাঁচামাল হিসেবে লাগবে পুরনো ও বাতিল টায়ার। পুরাতন টায়ার কিনে বিশেষ চুল্লি¬তে পুড়িয়ে দক্ষ কারিগর দিয়ে ফার্ণেস অয়েল তৈরি হয়। এ ধরনের একটি কারখানায় ৪০-৫০ জন শ্রমিক লাগবে। |
|||
বাজারজাতকরণ: | বিভিন্ন কলকারখানা, যানবাহন, অ্যালুমিনিয়াম কারখানা, প্রেস ও প্রিন্টিং প্রতিষ্ঠান এ পণ্যের ভোক্তা। |
|||
যোগ্যতা: | দক্ষ শ্রমিক নিয়োগ দিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন