সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ৮০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতি কেজি বোরিক অ্যাসিড তৈরি করতে খরচ হয় ৩০০-৪০০ টাকা, যার বাজারমূল্য ৭০০-১২০০ টাকা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | প্যান, ইলেকট্রিক অপারেটেড স্টারার ভ্যাকুয়াম, ক্রিস্টালাইজার, ভ্যাকিউয়াম ইভাপরেটার, ইট-ফিল্টারেশন-অ্যাম্পারেটাস। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে দুটি পাত্রে বোর্যাক্স এবং সলফিউরিক অ্যাসিড মিলিয়ে সল্যুশন করে নিতে হবে। এবার একসাথে সালফিউরিক অ্যাসিড সল্যুশন, বোর্যাক্স সল্যুশনে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন ওই মিশ্রণকে গরম অবস্থায় ফিল্টার করতে হবে। এইভাবে বারবার বিভিন্ন উত্তাপে ফিল্টার পদ্ধতিতে দ্রবণ থেকে বোরিক অ্যাসিডকে আলাদা করে দিতে হবে। কম করে হলেও ৩-৪ বার ফিল্টার করতে হয়। শেষে ভ্যাকিউয়াম ইভাপরেটারের সাহায্যে ঘন করে নিয়ে ক্রিস্টাল করতে হবে। বোরিক অ্যাসিড সাধারণত দুই রকম হয়। একটি হলো পিওর এইট ব্যবহার হয় ওষুধশিল্পে আর অন্যটি হলো টেকনিক্যাল কোয়ালিটি, যা শিল্পে ব্যবহারের জন্য উৎপাদন করা হয়। |
|||
বাজারজাতকরণ: | ওষুধ, কাচ ও রাবার উৎপাদনকারী কারখানার সাথে যোগাযোগ করে সরবরাহ করা যায়। |
|||
যোগ্যতা: | বোরিক অ্যাসিড তৈরির জন্য কেমিক্যাল বিষয়ে ধারণা থাকতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত হলে পণ্য তৈরিতে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যায়। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন