সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | চমৎকার ডেকোরেশনসহ একটি দোকান। এয়ারকন্ডিশনার, উন্নতমানের রিভলিং চেয়ার, চুল কাটার আধুনিক (ইলেকট্রিক) যন্ত্রপাতি, কাঁচি, শেভ করার যন্ত্রপাতি, লোশন, পাউডার, চুলের নানান কালার, এ্যান্টিসেপটিক ক্রিম, দেশি-বিদেশী ম্যাগাজিন ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | চাহিদা অনুযায়ী সেবা প্রদান করতে দক্ষ চুল কাটার কারিগর/ নরসুন্দর দরকার। মনের মতো চুল কাটার পাশাপাশি ক্রেতার জন্য এক কাপ চা বা একটি ফুলের স্টিক দিয়ে তাকে স্বাগত জানালে সে নিয়মিত ভোক্তায় পরিণত হবে। যত ভোক্তা তত লাভ। বাচ্চাদের চুল কাটার ব্যবস্থা রাখা যেতে পারে। এখনতো বড়দের পাশাপাশি ছোটরাও সেলুনগুলোর নিয়মিত ভোক্তা হয়ে উঠছে। একটি মানসম্মত সেলুন করতে পারলে একজন ক্রেতার চুল কেটে ২০০ থেকে ৩০০ টাকা পারিশ্রমিক পাওয়া সম্ভব। আর শেভ করতে ২০ থেকে ৫০ টাকা লাগে। |
|||
যোগ্যতা: | নিজে করতে চাইলে অবশ্যই চুল কাটায় দক্ষ হতে হবে। শ্রমিক দিয়ে কাজটা করানো যায় বিধায় নিজে এরসঙ্গে সেভাবে না জড়ালেও চলে। তবে হিসেবটা নিজে রাখতে পারলে ভালো। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন