সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটি চুলা তৈরিতে খরচ হয় ৫০-১০০ টাকা। বিক্রি হয় ২০০-৩০০ টাকা। |
|||
সুবিধা: | উন্নত চুলায় অল্প জ্বালানিতে রান্না হয় এবং ধোঁয়াও কম হয়। এতে সাধারণ চুলার চেয়ে ৫০-৭০ শতাংশ জ্বালানি খরচ কম হয়। তাই গ্রামের অধিকাংশ মানুষ এ চুলা ব্যবহারে আগ্রহী। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | সিমেন্টের পাইপ, ঢাকনা, মাটি, ধানের তুষ, পানি, শাবল, কোদাল, কাঁচি, গজ-ফিতা ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে এঁটেল মাটি, তুষ ও পানি দিয়ে মন্ড তৈরি করতে হবে। চুলার আকার ঠিক করে ২ ভাগে ভাগ করে নিন। কাঁদা দিয়ে একটি অংশে ভিটি তৈরি করুন। ভিটির মাঝে ফাঁকা রাখতে হবে। এটি হচ্ছে মুখ্য চুলা। এবার মুখ্য চুলার পাশে গৌণ চুলা তৈরি করুন, এটির গর্ত প্রথমটির চেয়ে ছোট হবে। এর ওপর মাটির প্রলেপ দিয়ে চুলার আকৃতি দিন। দুই গর্তের মাঝে একটি নালা দিন, যেন মুখ্য চুলা থেকে গৌণ চুলায় আগুন যেতে পারে। গৌণ চুলার ভিটির ওপর সিমেন্টের পাইপ বসিয়ে দিন। যা রান্না ঘরের চালা দিয়ে ধোঁয়া বাইরে বের করে দেবে। এই পাইপের মুখে একটি টুপি লাগিয়ে দিন। |
|||
বাজারজাতকরণ: | জ্বালানি কম লাগে বিধায় মফস্বল শহর এবং গ্রামের মানুষ এই চুলার ভোক্তা। |
|||
যোগ্যতা: | বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। দুই দিন প্রশিক্ষণ নিয়েই চুলা তৈরি করা যায়। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন