সম্ভাব্য পুঁজি: | ১০০০০০০ টাকা থেকে ১২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতিদিন ২-৫ হাজার টাকায় গেস্টহাউস ভাড়া দেওয়া সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | গেস্টহাউসের জন্য ফ্ল্যাট, আধুনিক আসবাব, টিভি, ফ্রিজ, এসি, রান্নার সরঞ্জাম। এ ছাড়া দক্ষ বাবুর্চি ও পরিচারিকা। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমেই গেস্টহাউসের জন্য ফ্ল্যাট নির্ধারণ করতে হবে। টুরিস্ট স্পটের আশপাশে গেস্টহাউস হলে ভালো হবে। সাধারণ ৩ বেড ১ ড্রয়িং ও ১ ডাইনিং রুম নিয়ে গেস্টহাউস করতে হবে। আধুনিক আসবাব, টিভি, ফ্রিজ, এসি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে গেস্টহাউস সাজাতে হবে। রান্নার জন্য রান্নার সরঞ্জামও কিনতে হবে। দক্ষ বাবুর্চি ও পরিচারিকা নিয়োগ দিতে হবে। বিভিন্ন ট্যুরিজম কোম্পানিগুলোতে ঠিকানা দিয়ে ব্যবসা শুরু করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | পর্যটন বা এ ব্যবসার প্রধান ভোক্তা হবেন। ভালো সার্ভিস দেওয়া হলে ভোক্তারা নিয়মিত হবেন। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন