সম্ভাব্য পুঁজি: | ১০০০০০০ টাকা থেকে ২০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | বছরে ২০ থেকে ৪০ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | একবার শুরু করলে পরে শুধু রক্ষণাবেক্ষণ খরচ । |
|||
প্রয়োজনীয় উপকরণ: | উপযুক্ত স্থান, পরিকল্পনামাফিক রিসোর্ট |
|||
প্রস্তুত প্রণালি: | উপযুক্ত স্থানে রিসোর্ট তৈরি করতে হবে। প্রয়োজনীয় আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে। এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | দেশি-বিদেশি দর্শনার্থীরা ভিড় করবে রিসোর্টে । |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার দরকার হয় না। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন