সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০০ টাকা থেকে ৫০০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৩০ হাজার থেকে ১০ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | প্রথমে একবার বিনিয়োগ করার পর পরিচালনা খরচ ছাড়া অন্য কোনো খরচ নেই। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | আলট্রাসনোগ্রাফি মেশিন, ইসিজি, এমআরআই মেশিন, এক্স-রে ইত্যাদি মেশিন। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রয়োজনীয় কাগজপত্র এবং অনুমতিপত্র সংগ্রহের পর সেন্টার তৈরি করার কাজ শুরু করতে হবে। ডায়াগনস্টিক সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো হলো আলট্রাসনোগ্রাফি মেশিন, ইসিজি, এক্স-রে ইত্যাদি মেশিন একান্ত প্রয়োজন। মেশিনারিজ বসানো ছাড়াও ডাক্তার ও কনসালট্যান্ট বসার জন্য কম করে ৮-১০টি ডেকোরেটেড চেম্বার করতে হবে। প্যাথলজি বিভাগের জন্য সুদক্ষ লোক নিয়োগ দিতে হবে। এ ছাড়া অন্যান্য মেশিন অপারেটর ও নিয়োগ দিতে হবে। আলাদাভাবে রোগীদের বসার জন্য স্থান রাখতে হবে। |
|||
বাজারজাতকরণ: | যেকোনো মানুষ এ ব্যবসার ভোক্তা হবে। বিভিন্ন ডাক্তারখানা, হাসপাতালের পাশে এ ব্যবসা ভালো চলবে। |
|||
যোগ্যতা: | দক্ষ প্যাথলজিস্ট ও কনসালট্যান্ট এ ব্যবসায় সফলতা লাভে সহায়ক। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন