সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ২০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | টেবিল, চেয়ার, প্রয়োজনীয় কাগজপত্র। |
|||
প্রস্তুত প্রণালি: | এ ব্যবসার জন্য বড় দোকানের প্রয়োজন নেই। সাবলেট হিসেবেও অন্য যেকোনো দোকানের সাথে বসে এ ব্যবসা করা যায়। এটি নগদ টাকা লেনদেনের ব্যবসা। তাই সব রকম ঝুঁকিমুক্ত। যখন-তখন এই ব্যবসা তুলে নিলেও কোনো ঝামেলা হয় না। কেননা এই ব্যবসায় পাওনাদার থাকে না। মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে টাকা রিচার্জের সিম কিনতে হবে। একইভাবে মোবাইল ব্যাংকিং কোম্পানির সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করে টাকা লেনদেন করতে হবে। |
|||
বাজারজাতকরণ: | সমাজের সব শ্রেণীর মানুষই এ ব্যবসার ভোক্তা। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন