সম্ভাব্য পুঁজি: | ৩০০০০০০ টাকা থেকে ১০০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতি হাজার ইট তৈরি করতে ব্যয় হয় ৪০০০ থেকে ৪২০০ টাকা । বিক্রি হয় ৭০০০ থেকে ৭৫০০ টাকা দরে । মৌসুমে ৫০ থেকে ৮০ হাজার ইট তৈরি করা যায় । |
|||
প্রয়োজনীয় উপকরণ: | মাটি, ছাঁচ, মটির মন্ড তৈররি জন্য মেশিন, লোকবল, ইট পোড়ানো চুল্লি, চিমনি, জ্বালানী। |
|||
প্রস্তুত প্রণালি: | ইট তৈরির ক্ষেত্রকে বলা হয় ইটের ভাঁটা। সাধারণত কৃষি জমিতে যেখানকার মাটি ইট তৈরির উপযোগী সেখানে ইট ভাঁটা তৈরি করা হয়। প্রথমেই মাটি আর পানি মেশিনে দিয়ে মন্ড তৈরী করা হয়। এই মন্ড কে কাঠের ছাচে ফেলে ইট আকৃতি দেওয়া হয়। ছাঁচ থেকে ইট বের করে রোদে শুকানো হয়। একটু শুকিয়ে নিয়ে চুল্লি¬র মধ্যে একের পর এক সাজিয়ে আগুনে পোড়ানো হয়। পোড়ানোর জন্য কয়লা ব্যবহার করা হয়। ইট পুরে লাল করে নিতে হয়। আগুন নিভিয়ে দেওয়ার ৫ থেকে ৭ দিন পর চুল্লি থেকে ইট বের করা হয় বিক্রি করার জন্য। |
|||
বাজারজাতকরণ: | ইট ভাঁটা থেকে ইট নিয়ে যায় ঠিকাদাররা । হাজার হিসাবে ইট বিক্রি হয় । |
|||
যোগ্যতা: | ইট ভাটা স্থাপনের আইনি বিধি নিষেধ জেনে ভাটা করা উচিত । ইট বানানোর পুরো প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন