সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০০ টাকা থেকে ১০০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | লোকসমাগম বেশি, এমন জায়গায় ঘর, ট্রেড লাইসেন্স, র্যাক, ছোট/বড় ট্রলি, লোকবল, পণ্য। |
|||
প্রস্তুত প্রণালি: | কমপক্ষে ২০০০ বর্গফুটের ঘর বা জায়গার প্রয়োজন হবে। এরপর নাম ঠিক করে ব্যবসার বৈধ কাগজপত্র সংগ্রহের পর ভেতরকার সাজ ঠিক করতে হবে। লাইটিং খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের পণ্য সাজানোর জন্য আলাদাভাবে র্যাক তৈরি করতে হবে। সুপার শপে কাঁচা মাছ থেকে শুরু করে ক্রোকারিজসহ সব পণ্য বিক্রি হয়। তাই দক্ষ ভালো বিক্রয়কর্মী নিয়োগ দিতে হবে। সুপার শপটি এমনভাবে সাজাতে হবে, যাতে সহজেই যেকোনো পণ্য পাওয়া যায়। |
|||
বাজারজাতকরণ: | যেকোনো শ্রেণীর মানুষ সুপার শপের ভোক্তা হবে। বাজারের সাথে দামের পার্থক্য না থাকায় যেকোনো জায়গায় এটি চলবে। |
|||
যোগ্যতা: | পণ্য সাজানো কৌশল ভালো হতে হবে। তা ছাড়া ক্রেতা/ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য দিয়ে শপ সাজাতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন