সম্ভাব্য পুঁজি: | ২৫০০০০০ টাকা থেকে ৪০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটি অনুষ্ঠান সম্পন্ন করলে ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | এ ব্যবসার সুবিধা হলো এর চাহিদা সারা বছর থাকে। তা ছাড়া একবার বিনিয়োগ করার পর আর কোনো খরচ হয় না। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | জায়গা, ডেকোরেশন সরঞ্জাম, খাওয়ার জন্য টেবিল, মানসম্মত চেয়ার। অভিজ্ঞ বাবুর্চি। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমেই সেন্টারের জন্য জায়গা ঠিক করতে হবে। বাসস্ট্যান্ডের কাছে এবং জনবহুল জায়গায় হলে ভালো হয়। এরপর অনুমতিপত্র ও অন্যান্য বৈধ কাগজ সংগ্রহ করতে হবে। অনুমতিপত্র হাতে পেলে সেন্টার সাজাতে হবে। সাধারণত তিনতলায় পর্যন্ত সেন্টার হয়ে থাকে। ১ম তলা অভ্যর্থনা, ২য় তলা খাওয়াদাওয়ার জন্য এবং ৩য় তলা বর-কনের বসার জন্য সাজাতে হবে। সেন্টারের ভেতরকার সজ্জা খুবই গুরুত্বপূর্ণ। খাওয়ার জন্য টেবিল, চেয়ার মানসম্মত ও রুচিশীল হতে হবে। রিফ্রেশ রুম থাকতে হবে, যেখানে পর্দা, আয়না ও কাঠ দিয়ে সুন্দর করে সাজাতে হবে। অভিজ্ঞ বাবুর্চি রাখতে হবে। |
|||
বাজারজাতকরণ: | যেকোনো মানুষ এই ব্যবসার ভোক্তা হবে। তা ছাড়া বিভিন্ন অফিশিয়াল সভা ও ব্যবসায়িক সভা হয় কমিউনিটি সেন্টারে। |
|||
যোগ্যতা: | সৃজনশীল ব্যক্তি এ ব্যবসায় ভালো করবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন