সম্ভাব্য লাভ: | মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
---|---|---|---|---|
সুবিধা: | সারা বছর এর চাহিদা থাকে, তা ছাড়া ঈদ, পূজা ও অন্যান্য উৎসবে এর চাহিদা বেড়ে যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | সেলাই মেশিন, ডাইস মেশিন, কাগজের বোর্ড, আঠা, চামড়া ও রেক্সিন। |
|||
প্রস্তুত প্রণালি: | কমপক্ষে ৮ ফুট বাই ৮ ফুটের একটি ঘর লাগবে কারখানা তৈরির জন্য। সাধারণত তিন ধরনের বেল্ট বানানো হয়। শুধু চামড়ার, রেক্সিনের এবং চামড়া ও রেক্সিন মিলিয়ে। বেল্ট তৈরিতে চামড়া বেল্টের আকারে কেটে বকলেস লাগিয়ে মেশিনের ছাপ দিয়ে সেলাই করে হুক লাগিয়ে নিতে হয়। |
|||
বাজারজাতকরণ: | যেকোনো বয়সী ছেলে/পুরুষরাই বেল্টের প্রধান ভোক্তা। এখন তো তরুণীরাও নানা রকম বেল্ট পরছে। চাহিদা তাই সর্বত্র। বড় মার্কেটে কসমেটিকস দোকান থেকে শুরু করে পোশাক বিক্রির যেকোনো শো-রুমে বেল্ট সরবরাহ করা যায়। |
|||
যোগ্যতা: | বেল্ট তৈরির জন্য পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ জরুরি। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন