সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | আপনার ফ্লাট বাড়িতে প্রয়োজনের অতিরিক্ত ঘর খালি থাকলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এটি ঝুঁকি হীন লাভজনক ব্যবসা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | বিছানা, সিঙ্গেল খাট বা ডিভান, তোশক, বালিশ, আলমারি, কেবিনেট। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে ঘরে কটা বিছানা রাখবেন, হিসাব করে সে কটা সিঙ্গেল খাট বা ডিভান কিনুন। সেই সঙ্গে তোশক, বালিশ ইত্যাদি। বিছানা অনুযায়ী আলমারি বা কেবিনেট কিনুন বা বানিয়ে নিন। সঙ্গে কিনুন টেবিল ও চেয়ার। এবার ঠিক করুন গেস্ট মহিলা রাখবেন, না পুরুষ। শুধু থাকার ব্যবস্থা রাখবেন, নাকি খাওয়াদাওয়াসহ। সে অনুযায়ী ব্যবস্থা নিন। এবার পেয়িং গেস্ট হওয়ার শর্তাবলিসহ একটা ফরম তৈরি করে ফেলুন। ব্যস, এবার পরিচিত জনদের জানিয়ে দিন আপনার নতুন ব্যবসার কথা। |
|||
বাজারজাতকরণ: | চাকরিজীবী সিঙ্গেল নারী, পুরুষ ও শিক্ষার্থীরা এ ব্যবসার ভোক্তা। |
|||
যোগ্যতা: | তেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে অবশ্যই অতিথির সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন