সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | দিনে ৩০০ থেকে ১ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | মোটরবাইক, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, হেলমেট। |
|||
প্রস্তুত প্রণালি: | সাধারণত জেলা বা থানা শহরের বাস স্টপেজগুলোতে এই বাইকচালকদের দেখা যায়। দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য সব শ্রেণীর মানুষই কমবেশি মোটরবাইকের যাত্রী। শহরের জ্যামকে পাশ কাটিয়ে দ্রুত গন্তব্যে যাওয়া যায় বলে দিন দিন বাড়ছে এর চাহিদা। সাধারণত একটি মোটরবাইকে দুজন যাত্রী তোলা হয়। পথের দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়। |
|||
বাজারজাতকরণ: | জেলা শহর, উপজেলা কিংবা গ্রামের যাত্রীরা এ ব্যবসার ভোক্তা। নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই, এমন সকল মানুষই কমবেশি এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | মোটরবাইক চালনায় দক্ষ হতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন