সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ১ কেজি ফিটকিরি তৈরি করতে খরচ হয় ৩০০ টাকার কাছাকাছি। বাজারে ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি ফিটকিরি বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | বড় মাটির পাত্র, সিমেন্টের বাঁধানো চৌবাচ্চা, লোহার কড়াই, স্টেনলেস স্টিলের কড়াই, বড় কাঠের চামচ, অ্যালুমিনিয়াম, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | খুবই সাবধানতার সঙ্গে এই কাজ করতে হবে। দক্ষ না হয়ে এই কাজ করা ঠিক না। কেননা এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। প্রথমে স্ক্র্যাপ অ্যালুমিনিয়ামকে ভালোভাবে পরিষ্কার করে লোহার কড়াইয়ের মধ্যে গরম করতে দিতে হবে। সাধারণত অ্যালুমিনিয়াম ৬৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে গলে যায়। তাই সতর্কতার সঙ্গে ৪৫০-৫০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে রেখে লাল করে নিতে হবে। অ্যালুমিনিয়াম লাল হলে খুব দ্রুততার সঙ্গে পাশেই রাখা পানিতে ডোবাতে হবে। অ্যালুমিনিয়াম ঠান্ডা হয়ে গেলে আগে থেকে প্রস্তুত করে রাখা সালফিউরিক অ্যাসিড মেশানো পানিতে ডুবিয়ে দিতে হবে। যেকোনো ১ ভাগ অ্যাসিড আর ৪ ভাগ পানি থাকবে। এ কাজটিও খুব সাবধানতার সঙ্গে করতে হবে; কেননা, একটু এদিক-ওদিক হলেই আগুন লেগে যেতে পারে। |
|||
বাজারজাতকরণ: | সাধারণত পানি পরিষ্কার করার জন্য ফিটকিরি ব্যবহৃত হয়। শহর ও গ্রাম সব জায়গায় এই পণ্যের চাহিদা রয়েছে। তাই গ্রামের মুদি দোকান থেকে শুরু করে শহরের মেগা শপেও বিক্রি হয়। এ ছাড়া অ্যালুমিনিয়াম হাইড্রো-অক্সাইড জেল তৈরি করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও ফিটকিরি সরবরাহ করা যায়। |
|||
যোগ্যতা: | প্রশিক্ষণ নিয়ে দক্ষ হতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন