সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এক কেজি সাবান তৈরিতে খরচ হয়। ৭০ থেকে ১০০ টাকা, যার বিক্রয়মূল্য ১২০-২০০ টাকা পর্যন্ত |
|||
সুবিধা: | লোহার কড়াই, খুন্তি, কোকোনাট অয়েল, কাস্টার অয়েল, চর্বি, স্টিয়ারিক অ্যাসিড, কস্টিক সোডা ইত্যাদি। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | সাবান তৈরি করার জন্য কড়াইতে কস্টিক পটাস/কস্টিক সোডা নিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় জ্বাল দিয়ে সল্যুশন তৈরি করতে হবে। এবার পাত্রে কোকোনাট অয়েল, কাস্টর অয়েল, চর্বি, স্টিয়ারিক অ্যাসিড একসঙ্গে মিশিয়ে সম্পূর্ণভাবে গলিয়ে নিতে হবে। এখন ধীরে ধীরে কস্টিক সল্যুশন গলানো তেলের মধ্যে ঢেলে নাড়তে হবে। তৈরি সল্যুশন খুব তাড়াতাড়ি জমাট বেঁধে এলে তাতে অল্প পানি মেশাতে হবে। ধীরে ধীরে মন্ডটি শক্ত হয়ে এলে কড়াই নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে মন্ডটি ছাঁচে ফেলে সাবান আকৃতির করে কেটে নিলেই তৈরি হলো কাপড় কাচা সাবান। |
|||
প্রস্তুত প্রণালি: | সাবানের প্রয়োজন সর্বত্রই। ছোটবড় সব দোকানেই সাবান সরবরাহ করা যায় |
|||
বাজারজাতকরণ: | আজকাল বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে কেমিক্যাল-বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ কাজের জন্য অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন