সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | গ্যাসের চুলা, ইলেকট্রিক চিমনি, ফ্রিজ, ওভেন, বিটার, ব্লেন্ডার, মেজারমেন্ট কাপ, হাঁড়ি-পাতিল। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | রান্নার স্কুল বাড়িতে বসেও করা যায়। আবার বাইরে অফিস করে নিয়েও করা যায়। এ জন্য ৩০০-৪০০ বর্গফুট জায়গায় যথেষ্ট। রান্নার স্কুলে বেকারি, মাইক্রোওয়েভ, স্ন্যাকস, ডেজার্ট, ইন্ডিয়ান, মোগলাই, চায়নিজ, থাই বিভিন্ন ধরনের রান্না শেখানো হয়। নিজে সব বিষয় না জানলে অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দিতে হবে। প্রচারেই প্রসার-তাই প্রচারে মনোযোগী হতে হবে। |
|||
প্রস্তুত প্রণালি: | শৌখিন গৃহিণী, যাঁরা রান্না শিখে কিছু বাড়তি উপার্জন করতে চান, তাঁরাই রান্নার স্কুলের ভোক্তা। |
|||
যোগ্যতা: | রান্নায় পারদর্শী হতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন