সম্ভাব্য পুঁজি: | ২৫০০০০০ টাকা থেকে ১০০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | পুরোনো গাড়ি, অনুমতি পত্র। |
|||
প্রস্তুত প্রণালি: | ড্রাইভিং স্কুলের জন্য প্রথমেই জায়গা নির্বাচন করতে হবে। ড্রাইভিং শেখানোর জন্য বড় মাঠ অথবা তুলনামূলক নিরিবিলি রাস্তাকে বেছে নিতে হবে। শুরুতে একটি হালকা ও একটি ভারী পুরোনো গাড়ি কিনে ব্যবসা শুরু করা যায়। এরপর প্রয়োজন অনুযায়ী ভালো প্রশিক্ষক নিয়োগ দিয়ে প্রশিক্ষণ দিতে হবে। একটি ভারী গাড়ি চালানো শিখতে তিন মাস আর হালকা গাড়ি চালানো শিখতে এক মাস সময় লাগে। ভারী গাড়ির জন্য ১০ হাজার টাকা এবং হালকা গাড়ির প্রশিক্ষণ ফি ৫ হাজার টাকা ধরা হয়। |
|||
বাজারজাতকরণ: | যাদের গাড়ি আছে এবং যারা ড্রাইভিং পেশায় আসতে চায় তারাই এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | গাড়ি চালনায় দক্ষ হতে হবে। ধৈর্য ও বিনয়ের সঙ্গে প্রশিক্ষণ দিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন