সম্ভাব্য পুঁজি: | ১০০০০ টাকা থেকে ৩০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতিদিন ১৫০ থেকে ৩০০ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা। ঝুঁকিবিহীন। অন্য ব্যবসার পাশাপাশিও এ ব্যবসাটি করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | পাম্পার ও বেলুন। |
|||
প্রস্তুত প্রণালি: | সহজেই দৃষ্টি পড়ে, এমন জায়গায় বসতে হবে। পাইকারি হিসেবে বিভিন্ন রঙের ও সাইজের বেলুন ফুলিয়ে নিলেই হয়। |
|||
বাজারজাতকরণ: | ছোট বাচ্চারা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকেরাই এর ভোক্তা হবে। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার দরকার নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন