সম্ভাব্য পুঁজি: | ১০০০০ টাকা থেকে ১৫০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | দৈনিক ২০০ থেকে ৫০০ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | সুবিধামতো জায়গায় স্থানান্তর করা যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ওজন মাপার যন্ত্র। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমেই মেশিন কিনতে হবে। শুধু ওজন মাপাই নয়, পাশাপাশি উচ্চতা ও ক্যালরিও মাপা যায় এসব যন্ত্রে। পাওয়া যায় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটে, বায়তুল মোকাররম মার্কেটের ইলেকট্রনিকসের দোকানে। সাধারণত চায়না মেশিনের মধ্যে নবিনা, তানিটা স্কেল ডিজিটাল, পারসোনাল স্কেল ব্রান্ডে বিভিন্ন মডেলের মেশিন পাওয়া যায়। |
|||
বাজারজাতকরণ: | শরীরচর্চা করে, এমন পার্কে বা লোকসমাগম বেশি হয়, এমন জায়গাতে বসতে হবে। |
|||
যোগ্যতা: | মেশিন সম্পর্কে ধারণা ছাড়া বিশেষ কোনো যোগ্যতা প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন