সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কাঠ, নাইলন, পিতল, রিড, চামড়া। |
|||
প্রস্তুত প্রণালি: | তবলা-বায়া ঢোল বানাতে কাঁচা চামড়ায় লবণ ছিটিয়ে সাত দিনের মতো ভিজিয়ে রাখতে হয়। চামড়া থেকে চুল উঠে গেলে পরিষ্কার করে বাঁশের খুঁটি দিয়ে টানটান করে রোদে শুকাতে হয়। বিশেষ করে ছাগল ও পাঁঠার চামড়া দিয়েই ঢোল, একতারা, দোতারা, তবলা-বায়া বানানো হয়। একটা হারমোনিয়াম বানাতে সর্বোচ্চ সাত দিন সময় লাগে। বাদ্যযন্ত্রের প্রয়োজনীয় উপাদান বেশির ভাগই আসে মানিকগঞ্জ ও টাঙ্গাইল থেকে। |
|||
বাজারজাতকরণ: | গানের সঙ্গে জড়িত আছেন, এমন শিল্পীরা ছাড়া,শৌখিন মানুষেরাও এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | শৈল্পিক মানসিকতা ও ধৈর্যই হচ্ছে এর প্রধান যোগ্যতা। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন