সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | দিনে ১০ থেকে ১৫ মণ কয়লা সরবরাহ করতে পারলে ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | মাটির চুল্লি ও কাঠ। |
|||
প্রস্তুত প্রণালি: | মাটির তৈরি স্থায়ী চুল্লির ভেতরে কাঠ সাজিয়ে মুখ বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। চুল্লি¬তে আগুন দেওয়ার চার পাঁচ দিন পরে লক্ষ রাখতে হয় ধোঁয়ার রং কেমন হচ্ছে। কারণ ধোয়ার রঙের সঙ্গে মিলিয়ে আগুন বন্ধ করতে হয়। চুল্লি¬র ভেতরের কাঠ আটকে থেকে ধোঁয়া ছড়িয়ে একসময় রূপান্তরিত হয় কয়লার। |
|||
বাজারজাতকরণ: | ছোট-বড় হোটেল, রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান কাঠকয়লার প্রধান ভোক্তা। |
|||
যোগ্যতা: | কয়লা তৈরিতে ধোঁয়ার রং বোঝা খুবই জরুরি। কারণ ধোয়ার রঙের সঙ্গে মিলিয়ে আগুন বন্ধ করতে হয়। তা না হলে ছাইয়ের পরিমাণ বেড়ে যায় আর কয়লার পরিমাণ কমে যায়। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন