সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতি মন লটিয়া এবং রুপচাঁদা মাছ শুঁটকিতে রুপান্তর করতে খরচ হয় ৫ হাজার থেকে ৮ হাজার টাকা। বিক্রি করা যায় ৮ হাজার থেকে ১২ হাজার টাকায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | খোলা জায়গা, মাছ, বঁটি, বাঁশের/তারের মাচান। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রত্যন্ত দীপাঞ্চল বা নদী থেকে মাছ সংগ্রহ করে তা কেটে রোদে শুকাতে হয়। |
|||
বাজারজাতকরণ: | চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা , সিলেট ছাড়াও দেশের প্রায় সব জেলাতেই শুঁটকি মাছের চাহিদা রয়েছে। সাধারণত বড় মহাজন বা দাদন ব্যবসায়ীরা উৎপাদকের কাছ থেকে নিজেরা গিয়েই শুঁটকি কিনে আনে। ইংল্যান্ডসহ মধ্যপ্রাচ্যেও দেশে এর রয়েছে ব্যাপক চাহিদা। তাই রপ্তানির সুযোগ রয়েছে। |
|||
যোগ্যতা: | বিশেষ কোন যোগ্যতার দরকার নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন