সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এক পোন ইলিশ মাছ বলতে ৮০টি মাছকে বোঝানো হয়। এক পোন ইলশ মাছ লবণজাতকরণ করতে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। বাজারে এক পোন লবণ-ইলিশ বিক্রি হয় ৪ হাজার থেকে ৫ হাজার টাকায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ইলিশ মাছ, লবণ, টিন, মাছ কাটার জন্য বড় বটি এবং সংরক্ষণের জন্য গুদামঘর। |
|||
প্রস্তুত প্রণালি: | ভালো করে মাছ কেটে ধুয়ে নিতে হবে। এবার মাছগুলোকে লবণ দিয়ে টিনে আটকে দিতে হবে। টিনের মুখ ভালো করে আটকাতে হবে, যেন পোকামাকড় বা পানি ঢুকতে না পারে। |
|||
বাজারজাতকরণ: | লবণজাত মাছ পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা যায়। ইলিশ মাছের চাহিদা সারা বছরই থাকে। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার দরকার নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন