সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা আয় করা সম্ভব। জিম-ভেদে সদস্য ফি ১-২ হাজার টাকা নেওয়া হয়, তাই সদস্যসংখ্যা বাড়লে লাভও বাড়তে থাকে। |
|||
সুবিধা: | এর চাহিদা ক্রমবর্ধমান। তা ছাড়া একবার বিনিয়োগ করলে পরবর্তী সময়ে আর উল্লেখযোগ্য বিনিয়োগ দরকার হয় না। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ফোর স্টেশন মেশিন, ক্রস পুলিং মেশিন, বাটারফ্লাই মেশিন, স্মিথ, ওয়াকিং মেশিন, টিন আপ মেশিন, মিউজিক সিস্টেম ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | ব্যায়ামাগারের জন্য চাহিদা বিশ্লেষণ করে দোকান নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর দোকান সাজাতে হবে। আয়না, মিউজিক সিস্টেম দিয়ে সাজাতে হবে। ভোক্তাদের জিনিসপত্র রাখার জন্য লকার বানাতে হবে। এরপর ব্যায়ামের সরঞ্জাম, যেমনÑ ফোর স্টেশন মেশিন, ক্রস পুলিং মেশিন, বাটারফ্লাই মেশিন, স্মিথ, ওয়াকিং মেশিন, টিন আপ মেশিন ইত্যাদি সরঞ্জাম দিয়ে সাজাতে হবে। এসব দেশি ও বিদেশি সব রকমই পাওয়া যায়। ব্যায়ামাগার সাজানো ও যন্ত্রপাতি বসানোর পর অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দিতে হবে। |
|||
বাজারজাতকরণ: | তরুণ শ্রেণীর ছেলেমেয়েরা এর প্রধান ভোক্তা হবে। প্রচারের ব্যবস্থা করতে হবে। জিমের আশপাশে লিফলেট বিলি করতে হবে। যত প্রচার তত প্রসার। |
|||
যোগ্যতা: | মেশিন, যন্ত্রপাতি এবং শরীরচর্চা বিষয়ে প্রশিক্ষিত হতে হবে অথবা অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন