সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ১টি ককশিট ডিজাইন করতে মোট খরচ পড়ে ১৫০-২০০ টাকা। বিক্রয় মূল্য ২৫০-৩০০ টাকা। প্রতি পিসে লাভ থাকছে ৭০ থেকে ১০০ টাকা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | শোলার ককশিট, প্লাস্টিক রং, ফ্লোরেশন রং, আঠা, রং রাখার পাত্র, জরি, তুলি, ককশিট কাটা ব্লেড ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে ককশিটে আলপনা আঁকতে হবে। তারপর ব্লেড দিয়ে কেটে সবশেষে রং করলেই হয়ে গেল ককশিট ডিজাইন। |
|||
বাজারজাতকরণ: | ছোট বড় যেকোনো অনুষ্ঠানেই ককশিটের আলপনা ফলক দরকার হয়। তাই সব শ্রেণীর মানুষই এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | টুকটাক আঁকাআঁকির অভ্যাস থাকলে এ ব্যবসায় সফল হওয়া সহজ। ডিজাইন যত ভালো হবে, পণ্যের মানও দাম তত বাড়বে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন