সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ২৫ থেকে ৩৫ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | পার্টিক্যাল বোর্ড এবং এমডিএফ বোর্ড। |
|||
প্রস্তুত প্রণালি: | বোর্ড কেটে প্রয়োজন অনুযায়ী জোড়া দিয়ে নানা পণ্য তৈরি করা হয়। পার্টিক্যাল বোর্ড এবং এমডিএফ বোর্ডের তৈরি আসবাবপত্রের শো-রুম বা দোকান দিতে হবে ব্যস্ত বিপণিবিতান, বাজার কিংবা সব সময় লোক সমাগম হয়, এমন জায়গায়। জায়গা ৬০০ থেকে ৮০০ বর্গফুট হলে ভালো হয়। শো-রুমে বিভিন্ন ডিজাইনের আসবাব সাজানো থাকলে বিক্রি বেশি হবে। এ ব্যবসা করতে প্রয়োজন হবে কিছু কাগজপত্র, যেমনÑ ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট এবং ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট। এ ছাড়া লাগবে দু-তিনজন শ্রমিক। |
|||
বাজারজাতকরণ: | মূলত গৃহিণীরাই এর ভোক্তা। তবে বিভিন্ন বিপণিবিতানের শো-রুম ও অফিস-আদালতেও এখন ভোক্তা তৈরি হয়েছে। ক্রেতারা দোকানে এসে পণ্য কিনে নেয়। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার দরকার নেই। তবে ক্রেতার সঙ্গে ভালো আচরণ করার সৌজন্যতা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন