সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | সারা বছরই এই ফুলের চাহিদা থাকে, ঝুঁকি কম এই ব্যবসার অন্যতম সুবিধা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | বিভিন্ন রঙের ফুল ও গাছ। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রাথমিকভাবে ছোট পরিসরে শুরু করার জন্য ৩০০ বর্গফুটের দোকান নিতে হবে। স্থান নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। শহরের ব্যস্ত বিপণিবিতান ও আশপাশের এলাকা হলে ভালো হয়। দোকানের ট্রেড লাইসেন্সের কাজ হওয়ার পর ব্যবসা শুরু করা যাবে। বিভিন্ন রঙের ফুল ও গাছ দোকানিদের চাহিদা অনুসারে পাওয়া যায়। এসব ফুল বেশির ভাগই আসে চীন থেকে; তবে তাইওয়ান, ইতালিসহ অন্য দেশ থেকেও ফুল আসে। ঢাকার চকবাজারেও দেশে তৈরি বিভিন্ন ফুল পাওয়া যায়। |
|||
বাজারজাতকরণ: | গৃহিণীরা এই ফুলের প্রধান ক্রেতা। বর্তমানে পারলার, বিভিন্ন পণ্যের শো-রুম, অফিস সাজাতেও এই ফুলের ব্যবহার হয়। ক্রেতা নিজে এসে পণ্য কিনে নেয়। |
|||
যোগ্যতা: | এই ব্যবসায়ের উন্নতির জন্য কোনো যোগ্যতা লাগে না, তবে বিক্রয়কর্মীকে অভিজ্ঞ হতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন