সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | সৌরবিদ্যুতের ওয়াট অনুযায়ী বিক্রয়মূল্য হিসাব করা হয়। ১০ ওয়াটের একটি সোলার প্যানেলের ব্যাটারি ও চার্জ কন্ট্রোলারসহ অন্যান্য যন্ত্রের পাইকারি দাম ৭ হাজার ৫০০ টাকা, যা গ্রাহকের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা যায়। একইভাবে ২০ ওয়াটের ক্রয়মূল্য ১০ হাজার ৫০০ টাকা, যার বিক্রয়মূল্য ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রতিটি প্যানেলে লাভ ২০০০-২৫০০ টাকা। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | সোলার প্যানেল ও চার্জ কন্ট্রোলার। |
|||
প্রস্তুত প্রণালি: | সৌরবিদ্যুতের প্যানেল বিক্রির দোকান দিতে চাইলে প্রথমে ট্রেড লাইসেন্স করতে হবে, সঙ্গে ভ্যাট ও ট্যাক্স ফির পরিপত্রও লাগবে। পরিপত্রে মালামাল আমদানির যাবতীয় উপায় লেখা আছে। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেলে সৌরবিদ্যুৎ প্যানেল তৈরির মালামাল কিনতে হবে। এসব মালামাল সহজেই আমদানি করা যায়। আবার বড় ব্যবসায়ীদের কাছ থেকে কিনে তারপর বিক্রি করতে পারেন। পাঁচ-সাতজন কর্মী নিয়েই এ ব্যবসা শুরু করা যায়। |
|||
বাজারজাতকরণ: | ঢাকার বাইরে গ্রামগুলোতে যেখানে বিদ্যুৎ নেই সেসব এলাকার মানুষ এর প্রধান ভোক্তা। |
|||
যোগ্যতা: | সৌরবিদ্যুৎ ও প্যানেলের যাবতীয় যন্ত্রাংশের বিষয়ে ভালো ধারণা থাকা প্রয়োজন। প্যানেল কেনার সময় প্রতিষ্ঠান ও মান বুঝে প্যানেল কিনবেন। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন