সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এ ব্যবসায় সংযোগের ওপর নির্ভর করে মাসের শেষেই টাকা আসতে থাকবে। মাসে ৩৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আর মূলধন উঠতে সাধারণত এক বছর সময় লাগতে পারে। |
|||
সুবিধা: | এ ব্যবসায়ে অভিজ্ঞতার দরকার নেই। ঝুঁকিও কম এবং যেকোনো জায়গায় এর চাহিদা রয়েছে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ঘর, দক্ষ শ্রমিক জেনারেটর, সংযোগের জন্য তার। |
|||
প্রস্তুত প্রণালি: | মেশিন রাখার জন্য ঘর, দক্ষ ইলেকট্রিশিয়ান প্রয়োজন হবে প্রথমেই। এরপর ঠিক করতে হবে, কত ওয়েটের বিদ্যুৎ সরবরাহ হবে। সেই অনুযায়ী জেনারেটর নির্বাচন করতে হবে এবং সংযোগের জন্য অধিক ফেসের তার লাগবে। সাধারণত ১০ কিলোওয়াট একটি জেনারেটর দিয়ে ১০০ লাইট এবং ৪০টি ফ্যানের সংযোগ দেওয়া যায়। |
|||
বাজারজাতকরণ: | আবাসিক ভবন, মার্কেটের দোকান বাজার ইত্যাদি এ ব্যবসার প্রধান ভোক্তা। |
|||
যোগ্যতা: | এ ব্যবসায়ের জন্য বৈদ্যুতিক সংযোগ এবং জেনারেটর টেকনিক্যাল বা কারিগরি জ্ঞান থাকা দরকার। সংযোগ প্রদানের জন্য দক্ষ লোক দরকার। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন