সম্ভাব্য পুঁজি: | ১৫০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রচারের জন্য পোস্টার করা এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এর জন্য একবারই কিছু টাকা ব্যয় হয়। আর তেমন কোনো খরচ নাই। তবে খরচের তুলনায় এর লাভের অংশটাই বেশি। |
|||
সুবিধা: | পড়াশোনা বা অন্য কাজের ফাঁকেও এ কাজটি করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | কোকের বোতল, প্রোডাকশন, ফিটার, ম্যাজিক অ্যালবাম, প্রদীপ, ফুলের রং পরিবর্তন, ম্যাজিক ব্যাগ, মোম থেকে ফুল, ফানেল, কুলা ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | জাদু দেখাতে অনেক ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়। প্রাথমিকভাবে শুরু করতে চাইলে যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করতে পারেন কোকের বোতল অদৃশ্যকর, প্রোডাকশন, ফিটার, ম্যাজিক অ্যালবাম, প্রদীপ, ফুলের রং পরিবর্তন, ম্যাজিক ব্যাগ, মোম থেকে ফুল, ফানেল, কুলা ইত্যাদি। |
|||
বাজারজাতকরণ: | বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকেরা। |
|||
যোগ্যতা: | শৈল্পিক মানসিকতা ও বুদ্ধির পাশাপাশি সামাজিক পরিচিতি থাকতে হবে। এ ছাড়া ম্যাজিশিয়ানদের জন্য যোগাযোগ দক্ষতা থাকা খুবই জরুরি। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন