সম্ভাব্য পুঁজি: | ১০০০০০০ টাকা থেকে ২০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫০ হাজার থেকে লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
সুবিধা: | কলসেন্টরের ঘণ্টা হিসেবে পারিশ্রমিক দেওয়া হয়। খন্ডকালীন হিসেবেও কর্মী নিয়োগ দেওয়া যায় বলে বিনিয়োগ কম হয়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | অফিস, দক্ষ কর্মী, উন্নত কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থা, ইন্টারনেট-সংযোগের তার, আসবাব, ভিজিটিং কার্ড। |
|||
প্রস্তুত প্রণালি: | প্রথমে একটি অফিস নিতে হবে। ইনটেরিয়র ডেকোরেশন করে ৮/১০টি কম্পিউটার দিতে হবে। লোকবল নিয়োগ করতে হবে। ফোনে গ্রাহকের চাহিদা অনুযায়ী তাকে তথ্যসেবা দেওয়া মূলত এর কাজ। |
|||
বাজারজাতকরণ: | বড় বড় করপোরেট হাউসগুলোর সাথে যোগাযোগ করে নানা রকম গ্রাহকসেবার সুবিধা নিশ্চিত করতে পারলে এই ব্যবসায় ভালো করা সম্ভব। বিভিন্ন দেশি -বিদেশি প্রতিষ্ঠান, মোবাইল ফোন কোম্পানি, ব্যাংক, এয়ারলাইনস এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | গ্রাহককে মানসম্পন্ন সেবা দিতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন