সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | খুচরা বিক্রিতে লাভ একটু বেশি থাকে। ২০০ টাকার পানে ৬০-৭০ টাকা লাভ থাকে। ১০ টাকার খিলিতে আড়াই টাকা ও পাঁচ টাকার খিলিতে এক টাকা লাভ থাকে। পাইকারিভাবে প্রতি বিড়া পানে ৪০-৪৫ টাকা লাভ থাকে। |
|||
সুবিধা: | লাভজনক ব্যবসা। শখ করে তো অনেকেই পান খান। এ ছাড়া বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এখনো পান পরিবেশনের রেওয়াজ আছে। নিজ এলাকায় অল্প জায়গায় দিতে পারেন বাহারি পানের একটি দোকান। পাইকারিভাবে বিভিন্ন দোকানে সরবরাহও করতে পারেন। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | পান, সুপারি, চুন, জর্দাসহ হরেক রকম পান-মসলা। |
|||
প্রস্তুত প্রণালি: | বাহারি পানের দোকানের জন্য প্রথমেই একটি ছোট্ট দোকান লাগবে। রাস্তার পাশেও অস্থায়ীভাবে বসা যায়। জনসমাগম হয় এবং সহজেই চোখে পড়ে এমন জায়গায় দোকান হলে ভালো। বেশ কয়েক রকম বাহারি পান আছে। যেমনÑ জামাই-বউ পান, বেনারসি পান, প্রেমিক-প্রেমিকা পান, ভালোবাসার পান, হানিমুন পান, কাশ্মীরি পান, শাহি পান ইত্যাদি। পান ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রয়োজনীয় সুপারি আর মসলা মিশিয়ে নিলেই তৈরি হলো পান। |
|||
বাজারজাতকরণ: | সমাজের সব শ্রেণীর পানপ্রেমীরাই এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | এ ব্যবসার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। শুধু পান বানানো শিখতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন