সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | স্থান ও ব্যবসার পরিধির ওপর লাভ নির্ভর করে। তবে মাসিক দোকান ভাড়া ৫-১০ হাজার টাকা এবং কর্মচারীর বেতন ও আনুষঙ্গিক খরচসহ মাসিক ব্যয় ২০-২৫ হাজার টাকা হলে মাস শেষে লাভ থাকবে ৩০ থেকে ৪০ হাজার টাকা। |
|||
সুবিধা: | সব সময় এই পণ্যের চাহিদা থাকে। ঝুঁকি কম। পচনশীল নয়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | নানা রকম শো-পিস, উইন্ড চাইম, সিরামিক মগ, বাচ্চাদের খেলনা, রং পেনসিল, কসমেটিকস, কার্ড, ফুলদানি ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | মানুষ সব সময় যাতায়াত করে, এমন জায়গা, স্কুল, কলেজ, কোচিংয়ের পাশে দোকান নিতে হবে। দোকানের ডেকোরেশন আকর্ষণীয় করতে হবে। পরিচালনার জন্য একজন কর্মচারী দরকার হবে। এরপর চাহিদা অনুসারে পণ্য দিয়ে দোকান সাজাতে হবে। গিফট আইটেমের মধ্যে, শো-পিস, উইন্ড চাইম, সিরামিক মগ, বাচ্চাদের খেলনা, রং-পেনসিল, কসমেটিকস বাইরে থেকে পাইকারি দরে কিনে এনে বিক্রি করতে হয়। |
|||
বাজারজাতকরণ: | প্রধানত স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এই গিফট শপের প্রধান ক্রেতা, তবে বিভিন্ন দিবসে সব ধরনের মানুষই গিফট কিনে থাকে। ক্রেতারাই দোকানে এসে পণ্য কিনে নেয়। |
|||
যোগ্যতা: | স্থান ও ক্রেতার চাহিদা বিবেচনা করে উপহার-পণ্য বিক্রয় করতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন