সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | অনুষ্ঠানের ব্যাপ্তির ওপর আয় নির্ভর করে। একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করে ৩০-৫০ হাজার টাকা এবং অন্য অনুষ্ঠানগুলোতে কাজ করলে ১৫-২৫ হাজার টাকা পর্যন্ত লাভ থাকে। |
|||
সুবিধা: | অল্প পুঁজিতে এ ব্যবসা শুরু করা যাবে। আত্মীয়স্বজন এবং পরিচিত মাধ্যম থেকে শুরুতে কাজ করতে হবে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ছোট্ট পরিসরে একটি অফিস ঘর, পালকি, ডালা, কুলা ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | ওয়েডিং প্ল¬্যানার প্রতিষ্ঠানের জন্য প্রথমে প্রয়োজন অফিস, সহজে যাতায়াত করা যায় এবং বাণিজ্যিক এলাকায় অথবা কোনো বিপণিবিতানে অফিস ভাড়া নিতে হবে। অফিস সাজাতে অফিস সরঞ্জামের পাশাপাশি কিছু বিয়ের সামগ্রী যেমন পালকি, ডালা কুলা এবং দেয়ালে বিয়ের কিছু ছবি বড় করে বাঁধাই করতে পারেন। এরপর প্রয়োজন কিছু কাপজপত্রের, যেমনÑ ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি। এ ছাড়া একক মালিকানায় প্রতিষ্ঠান তিন-চারজন সহকারী হলেই চলবে। অনুষ্ঠান চলাকালে কিছু বাড়তি লোকবলের প্রয়োজন হয়। তখন কিছু রোজ হিসেবে কয়েকজনকে কাজে নেওয়া যেতে পারে। |
|||
বাজারজাতকরণ: | মূলত বিয়ের আয়োজকেরাই এর ভোক্তা হয়। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকেরা এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | ওয়েডিং প্ল¬্যানার ডিজাইনিংয়ের প্রশিক্ষণ নিতে হবে। আর যাঁরা একটু গোছগাছ স্বভাবের তাঁরা এ কাজটা করতে পারেন। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন