সম্ভাব্য পুঁজি: | ১০০০০০০ টাকা থেকে ১৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | স্থান ও ব্যবসার পরিধির ওপর আয়-ব্যয় নির্ভর করে। তবে, যদি মাসিক দোকানের ভাড়া ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা হয়, তাহলে কর্মচারীর বেতন ও আনুষঙ্গিক খরচসহ মাসিক ব্যয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সব ব্যয় শেষে মাসে লাভ থাকবে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। |
|||
সুবিধা: | ঝুঁকিবিহীন একটি ব্যবসা এটি এবং এর চাহিদা সব সময় রয়েছে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | লোকসমাগম বেশি, এমন জায়গায় দোকান/শো-রুম, খেলাধুলার সরঞ্জাম। |
|||
প্রস্তুত প্রণালি: | ব্যবসার শুরুতে জায়গা নির্বাচন করতে হবে। সহজে যাতায়াত করা যায়, এবং সহজেই মানুষের দৃষ্টি পড়ে, এমন জায়গা নির্বাচন করাই ভালো। প্রাথমিকভাবে ছোট পরিসরে করতে চাইলে ২০ থেকে ২৫ স্কয়ারফুটের একটি দোকান হলেই চলবে। স্থান নির্ধারণের পর ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট করতে হবে। দোকান সাজাতে লাগবে বেশ কিছু হ্যাঙ্গার, দুটি শোকেস, কয়েকটি তাক, একটি কাউন্টার ও একটি কম্পিউটার। এ ছাড়া বিভিন্ন শোপিস ও ট্রফি দিয়েও আকর্ষণীয়ভাবে সাজাতে পারেন। দোকানে দুজন কর্মচারী এবং একজন ব্যবস্থাপক লাগবে। নিজেই যদি দেখাশোনা করেন, তাহলে ব্যবস্থাপকের প্রয়োজন নেই। খেলাধুলার সরঞ্জাম পাইকারি দামে পাওয়া যাবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটে। সেখান থেকে কিনে এনে আপনি খুচরা বিক্রি করবেন সরাসরি ক্রেতার কাছে। |
|||
বাজারজাতকরণ: | খেলোয়াড় ছাড়াও সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, কিশোর তরুণ-তরুণীরা এর ভোক্তা। |
|||
যোগ্যতা: | এ ব্যবসা করতে হলে বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন