সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতিটি পানির জারের উৎপাদন খরচ পড়ে ১৫ থেকে ২০ টাকা। পানি বিক্রি করা যায় শোধন জার ৭০ থেকে ৮০ টাকায় এবং সাধারণ পানি প্রতি জার ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মেশিন, রিজার্ভ ট্যাংক, পানি বাজারজাতকরণের জন্য ছোট ছোট জার, বোতল ও পানি। |
|||
প্রস্তুত প্রণালি: | একটি পূর্ণাঙ্গ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে প্রথমে তিন-চার কাঠা জায়গা লাগবে। পানি রাখার জন্য একটি রিজার্ভ ট্যাংক তৈরি করতে হবে। যদি ওয়াসার পানির ব্যবস্থা না থাকে, তাহলে সাবমার্সেবল মেশিনের সাহায্যে মাটির গভীর থেকে পানি তোলার ব্যবস্থা করতে হবে। পানির বিশুদ্ধতা যাচাইয়ের জন্য তৈরি করতে হবে একটি ল্যাব। আর বিএসটিআইয়ের কোড অনুযায়ী পুরো প্ল্যান্ট টাইলস করতে হবে। এ ছাড়া প্রয়োজন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ইনকরপোরেশন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন, ট্রেড মার্ক রেজিস্ট্রেশন, বিএসটিআই সার্টিফিকেট ও আইসিডিডিআরবি সার্টিফিকেট। |
|||
বাজারজাতকরণ: | ফাস্টফুডের দোকান, রেস্টুরেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, চায়ের দোকান এবং বিভিন্ন অফিস আদালত এর কর্মকর্তা কর্মচারীরা এর ভোক্তা হবে। |
|||
যোগ্যতা: | এ ব্যবসায়ে বিশেষ কোনো যোগ্যতা লাগবে না। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন