সম্ভাব্য পুঁজি: | ২৫০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটি স্টিলের আলমারি পাইকারি দরে ১৫ থেকে ২০ হাজার টাকায় কিনে নিয়ে তা সাধারণ ক্রেতার কাছে ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করা সম্ভব। |
|||
সুবিধা: | পচনশীল পণ্য নয় বলে এ ব্যবসায় ঝুঁকি নেই। আর সুবিধা হলো প্রায় সারা বছরই এ পণ্যের চাহিদা সমান থাকে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | ব্যবসা সফল হবে, এ রকম স্থানে দোকান ভাড়া নেওয়া। বিশেষ করে, বিপণিবিতান বা লোকসমাগম হয় এমন স্থান নির্বাচন করতে হবে। নিজে দোকান দেখাশোনা করলেও ন্যূনতম দুজন কর্মচারী প্রয়োজন হবে। এরপর প্রয়োজন স্টিল কাটার, স্টিল, রং, ঝালাই মেশিন, ভিজিটিং কার্ড ও সাইনবোর্ড। |
|||
প্রস্তুত প্রণালি: | চাহিদা অনুযায়ী স্টিল কেটে ঝালাই দিয়ে নিয়ে পণ্য তৈরি করতে হবে। রং করে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হয়। এ ছাড়াও পণ্য পাইকারি দরে কিনে নিয়ে বিক্রি করা যায়। এ ক্ষেত্রে বাজার ঘেঁটে দরদাম করে সর্বনিন্ম রেটে পণ্য কিনতে হবে। |
|||
বাজারজাতকরণ: | সাধারণত মধ্যবিত্ত ও নিুবৃত্ত মানুষেরাই এসব পণ্যের ভোক্তা হন। মাঝারি মানের ব্যবসায়ীরাও তাঁদের ফাইলপত্র রাখতে এ ধরনের পণ্য ক্রয় করে থাকেন। পণ্য বিক্রয়ের পর বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে পারলে ক্রেতা গাণিতিক হারে বৃদ্ধি পায়। |
|||
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। তবে ক্রেতার সঙ্গে কথা বলে আসবাব কিনতে আগ্রহী করে তোলার ক্ষমতা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন