সম্ভাব্য পুঁজি: | ১০০০০০০ টাকা থেকে ১৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | প্রতি কেজি মাছ-মাংসের ক্রয়মূল্য থেকে ২০ শতাংশ বেশি দামে বিক্রি করা সম্ভব। |
|||
সুবিধা: | ভেজালমুক্ত খাবার সরবরাহ নিশ্চিত করা গেলে এ ধরনের ব্যবসা মানুষের আস্থা অর্জন করবে। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | পণ্য রাখার জন্য একটি ঘর। ফরমালিনমুক্ত মাছ, মাংস, রেফ্রিজারেটর, মাছ ও মাংস কাটার অত্যাধুনিক ছুরি ও মেশিন, ট্রান্সপারেন্ট প্যাকেট, প্যাকেট স্টাপলার ইত্যাদি। আর পণ্য বাজারজাতকরণের জন্য গাড়ি। |
|||
বাজারজাতকরণ: | ফরমালিনমুক্ত মাছ খামার থেকে সংগ্রহ করতে পারলে ভালো। এরপর মাছ বা মাংস পরিষ্কার করে কেটে বিক্রির জন্য নানা পরিমাপে প্যাকেটে করতে হবে। এরপর ফ্রিজে সংরক্ষণ করতে হবে। বাজারজাতকরণের জন্য বিভিন্ন মেগাশপ বা সুপারস্টোরগুলোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া সরাসরি বাসাবাড়িতেও সার্ভিসটা দেওয়া যায়। শহরকেন্দ্রিক ব্যস্ত মানুষেরা এ ধরনের মাছ বা মাংসের ত্রেতা হন সহজেই। |
|||
যোগ্যতা: | পণ্যের গুণগত মান সম্পর্কে ধারণা থাকতে হবে। এ ছাড়া বিভিন্ন সুপারশপসহ খামারিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার মানসিকতা রাখতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন