সম্ভাব্য পুঁজি: | ২০০০০০০ টাকা থেকে ৫০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | রেকর্ডিং মেশিন, কম্পিউটার ভিডিও হার্ডওয়্যার, কম্পিউটার ভিডিও সফটওয়ার, কি-বোর্ড, গিটার, তবলা, ড্রাম, হারমোনিয়াম, ঢোলক, খঞ্জন, বাঁশি, মাইক্রোফোন, হেডফোন ইত্যাদি। এ ছাড়া সফটওয়্যারে দক্ষ ১ জন এবং কম্পোজিশনে ১ জন দক্ষ লোক দরকার। |
|||
বাজারজাতকরণ: | অডিও গান রেকর্ডিং করেন যারা তারা ছাড়াও নাটক বা সিনেমা বানান এমন লোকেরাই মূলত রেকর্ডিং স্টুডিওর ভোক্তা হন। বিজ্ঞাপন তৈরি করেন, এমন এজেন্সিগুলোও স্টুডিওর ভোক্তা হন। সাধারণত ৮ ঘণ্টার শিফট অনুযায়ী স্টুডিও ভাড়া হয়। এক শিফটের জন্য ভাড়া ৮ হাজার টাকা। এ ছাড়া এডিটিং খরচ আলাদা হয়। প্রফেশনাল লোক ছাড়াও অনেকে নিজের গান, কবিতা রেকর্ডিংয়ের জন্য স্টুডিও ভাড়া করেন। তাই এর ভোক্তা নানা সৃজনশীল মানুষ। |
|||
যোগ্যতা: | স্টুডিও করতে বিশেষ যোগ্যতার দরকার নেই। তবে মিউজিক কম্পোজিশনের ওপর জানা থাকলে ভালো। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন