২১ নভেম্বর, ২০২৪
মিডিয়া
পণ্য:কেবল বা ডিস ব্যবসা
কেবল বা ডিস ব্যবসা
সম্ভাব্য পুঁজি: ১০০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:

টেলিভিশনে ডিস লাইনের সংযোগ প্রদানের ওপর লাভ নির্ভর করে। প্রতিটি সংযোগে প্রাথমিক ফি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা এবং মাসিক চার্জ নেওয়া হয় ২৫০-৩৫০ টাকা।

সুবিধা:

একবার স্থাপন করার পর পরিচালন খরচ ছাড়া বড় কোনো খরচের প্রয়োজন নেই।

প্রয়োজনীয় উপকরণ:

রিসিভার, মডেল ইনডেক্স, মডিলেটর, তার, কেব্ল, ইইব্রিট, কপলার  ইত্যাদি।

প্রস্তুত প্রণালি:

প্রথমেই বৈধতা সংক্রান্ত সার্টিফিকেট নিতে হবে। এরপর গ্রাহকের চাহিদা অনুযায়ী টেকনিশিয়ানের মাধ্যমে সংযোগ স্থাপন করে ব্যবসা শুরু করা যাবে।

বাজারজাতকরণ:

আবাসিক এলাকায় বাড়িগুলো এর প্রধান ভোক্তা। তা ছাড়া শপিং মল, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁতেও এর চাহিদা ব্যাপক।

যোগ্যতা:

ডিশ লাইন অপারেট করা জানতে হবে।

আমাদের বিষয়ে
about-us

সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।

আরো পড়ুন
Other

Welcome to www.Luckyideabd.com This is the first time the world has seen a free webpage for business idea. We are working on the connection of your job and passion Build up your prosperous future according to your endeavour. ability and fondness Chose your own focus.

Welcome to www.Luckyideabd.com This is the first time the world has seen a free webpage for business idea. We are working on the connection of your job and passion Build up your prosperous future according to your endeavour. ability and fondness Chose your own focus.