সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | ক্ষেত্রভেদে প্রতিটি শোতে ৫ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত আয় হতে পারে। |
|||
সুবিধা: | পড়াশোনার পাশাপাশি ডিজে করা যায়। এতে আয় ও সম্মান দুটোই থাকে একসঙ্গে। মিউজিক সম্পর্কে ভালো ধারণা না থাকলে ডিজে ফোর্স করেও ডিজে দল গড়া সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | বাদ্যযন্ত্র ডিজে প্লেয়ার, ডিজে মিকচার, ডিজে হেডফোন, ডিজে টার্স টেবিল ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | ডিজে দল গড়তে হলে মিউজিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। সাধারণত একটি ডিজে দলে দু-তিনজন ডিজে প্রয়োজন। |
|||
বাজারজাতকরণ: | বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, ভ্যালেন্টাইন পার্টি, অফিস পার্টি, গেট টুগেদার সবকিছুতেই এখন ডিজের চাহিদা বাড়ছে। |
|||
যোগ্যতা: | গানকে মুহূর্তের মধ্যে দর্শকের রুচি অনুযায়ী প্ল্যে করার ক্ষমতা থাকতে হবে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন