সম্ভাব্য পুঁজি: | ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এক মন সাদা চুন তৈরীতে খরচ পরে ৩০০ থেকে ৫০০ টাকা। বিক্রি করা হয় ৫০০ থেকে ৮০০ টাকায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | চুনা মাটিতে তৈরী ইট ও সিমেন্টের তৈরী কুয়া, বাশের ঝাঁকা, চালনী, বৈঠা, বিশেষ ভাবে তৈরী চলা, মাটির হাড়ি ও চটের ছালা ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | সংগৃহীত ঝিনুক ভালো করে বিশেষভাবে তৈরী চুলায় জ্বালানীর সাথে বিছিয়ে ৫ থেকে ৬ ঘন্টা পোড়াতে হয়। ঝিনুক ঠান্ডা হলে চটের ছালার উপর রেখে চালুনি দিয়ে ছাকতে হবে। এরপর ইট সিমেন্টের কুয়ার ভেতর রেখে বৈঠা দিয়ে ভালো করে নেড়ে মন্ড তৈরী করতে হয়। এই মন্ড মাটির হাড়িতে ডুবিয়ে রাখলেই পানির সংস্পর্শে তা সাদা চুনে পরিনত হয়। |
|||
বাজারজাতকরণ: | কৃমিনাষক ঔষুধ ও গ্যাষ্ট্রিকের ঔষুধের কাঁচামাল ছাড়াও গ্রামগঞ্জের সকল হাট বাজারে খুচরাভাবে চুন বিক্রি করা যায়। শহরেও চুনের চাহিদা আছে। মুদ্দা কথা দেশের সর্বত্র চুনের চাহিদা রয়েছে। খাদ্য চুন ছাড়াও মাছের চাষে চুনের ব্যবহার লক্ষ্যনীয়। ঘরের দেয়াল রঙ করতেও চুন লাগে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন