সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এ ব্যবসায় দিনে ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | একটি দোকান, চারি (পানি রাখার জন্য) ২ টা, নারিকেলের ব্রাশ ২ টা, কাঠের বড় পিঁড়ি ও পাট, রশি, টেবিল, চেয়ার, টেবিলের বিছানা, আলমারী, বিদ্যুৎ সংযোগ, ইস্ত্রি, পানি রাখার পাত্র ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | লন্ড্রি ব্যবসায় আসলে সেবা বিক্রি করা হয়। ভোক্তাগন তাদের ব্যবহৃত পোশাক সাধারণত লন্ড্রিতে নিয়ে আসেন ধোলাই এবং ইস্ত্রি করাবার জন্য। কাপড়ের ধরণ অনুযায়ী ইস্ত্রি করতে হয়। বেশি শুকনো কাপর হলে ইস্ত্রি করার আগে একটু পানি ছিটিয়ে নিতে হয়। প্রচুর চাহিদার কারণে প্রায় প্রতিবছর লন্ড্রি চার্জ বাড়ছেই। |
|||
যোগ্যতা: | সেবামূলক প্রতিষ্ঠান বলে ভালো ব্যবহার আশা করেন সবাই। প্রয়োজনে বাড়তি একটা লোক রেখে হোম সার্ভিস দিতে পারেন। এছাড়া বিশেষ কোন যোগ্যতার দরকার নেই। দু’একদিনের প্রশিক্ষনেই এ ব্যবসা করা সম্ভব। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন