সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ টাকা থেকে ২০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | একটি ভালো মানের টেবিল ফ্যান তৈরিতে খরচ হয় ৫০০ থেকে ১২০০ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, একটি ভালো টেবিল ফ্যান বিক্রি হচ্ছে ১২০০ থেকে ২৫০০ টাকায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | উৎপাদনের জন্য একটি ঘর, কাস্টিং বেস, রড, মটর, স্ট্যাটর, তামার তার, গার্ডস (গ্রিলস), ক্যাপাসিটর, সুইচ, পাখা, সংযোগ তার, রঙ, চার্জার ব্যটারী এবং প্লাগ। |
|||
প্রস্তুত প্রণালি: | টেবিল ফ্যান তৈরির উপকরণগুলো বিভিন্ন দোকান থেকে বাছাই করে কিনতে হয়। এরপর এনামেল তামার তার পেঁচিয়ে কুন্ডলী বানাতে হয়। মেশিনের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক কুন্ডলীকে স্ট্যটরের সাথে সংযুক্ত করতে হয়। রোটরকে স্ট্যাটারের কেন্দ্রে স্থাপন করতে হয় যেন রোটর এবং স্ট্যাটরের মাঝে ফাঁক থাকে। এরপর ক্রমানুসারে রঙ করার পর পাখা, গ্রিল লাগাতে হয়। |
|||
বাজারজাতকরণ: | বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করতে পারলে গ্রাহকের কাছে সহজেই পৌছানো যায়। ইলেকট্রনিক্স পণ্য বিক্রি হয় এমন সব মার্কেটে। নিজেও শোরুম খুলে বিক্রি করা যায়।
|
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন