সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | এক ডজন পশমী দস্তানা বা হাতমোজা তৈরীতে খরচ হয় ১৫০ থেকে ৩০০ টাকা। আবার সাধারণ মানের দস্তানা তৈরীতে খরচ হয় ১০০ থেকে ১৫০ টাকা। খেলোয়াড়ের হাতে শোভা ব্যবহারের জন্য এক ডজন দস্তানা বানানোর খরচ ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। বিক্রি করা যায় গড়ে ১৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | পশমী দস্তানা, সাধারণ দস্তানা, খেলোয়াড়দের হাতে ব্যবহৃত গ্লাভস ইত্যাদি। |
|||
প্রস্তুত প্রণালি: | নিটিং বা বুনন যন্ত্র, ঘুর্ণন মেশিন, রঙিন পশমী সুতা, পলিথিন, রেক্সিন, চামড়া, সুঁচ, স্টিকার, কাঠের ববিন ইত্যাদী। |
|||
বাজারজাতকরণ: | খেলাধুলার সামগ্রী বিক্রি হয় এমন সব দোকান, সামরিক বা আধা সামরিক বাহিনী বা অন্যান্য স্বেচ্ছাসেবক বাহিনী মূলত এর ক্রেতা। মান ভালো করতে পারলে বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন