সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | বাজার ঘুরে দেখা গেছে, মুদি দোকানগুলোতে শতকরা ১৫ থেকে ২০ টাকা লাভ করা সম্ভব। মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা সহজেই লাভ করা সম্ভব। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | চাল, ডাল, তেল, লবন, মসলা, কসমেটিকস, কাগজ-কলম, চকলেট, চাটনি, বিস্কুট, কেরোসিনসহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা যায় মুদি দোকানে। যে ধরনের পণ্য ওই এলাকার মানুষের প্রয়োজন তা বিবেচনা করে মুদি দোকানে সব ধরনের পণ্যই বিক্রির জন্য রাখা যায়। একটু বুদ্ধি খাটিয়ে মুদি দোকানে মোবাইল ফোনে টক টাইম রিচার্জ করার ব্যবস্থাও রাখা সম্ভব। এতে বেশ ভালোই লাভ। |
|||
প্রস্তুত প্রণালি: | লোকসমাগম বেশি হয় এমন জায়গাতে মুদি দোকান করা উত্তম। নিজস্ব জমি বা ঘর না থাকলে দোকান ভাড়া নিতে পারেন। দোকান ছাড়াও প্রয়োজন পরিমাপ করার বাটখারা। দোকানের বাইরে ভোক্তাদের বসার জায়গা করতে পারলে ভালো। চাহিদা অনুযায়ী সকল বিক্রিযোগ্য পণ্য রাখতে হবে। সাধারণত নিকটবর্তী বাজার থেকে মহাজনের সাথে চুক্তি করে পাইকারী দরে পণ্য কিনলে লাভ বেশি হবে। মুদি দোকানের ভোক্তা সব ধরনের মানুষ। জনবহুল এলাকায় মুদি দোকান গড়ে ওঠে বলে এর ভোক্তার অভাব হয়না। যত বিক্রি তত লাভই হলো মুদি দোকানের মূলমন্ত্র। |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন